প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ
কাপাসিয়ায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত –দৈনিক অপরাধ তল্লাশি
এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন,নিরাপত্তায়,সর্বত্র আমরা' এই মূল মন্ত্রকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি ) বেলা ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশের আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে ও উপজেলা বিআর ডিবি কর্মকর্তা দিলারা মনি'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামিলীগ প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাজীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ আশরাফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,অফিসার ইনচার্জ এ,এফ, এম নাসিম আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন,দেশ স্বাধীনের পর থেকে অধ্যাবধি পর্যন্ত আনসার ভিডিপি রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।এ দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ায় আনসার ভিডিপি বিশেষ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।সমাবেশে আনসারদের বেতন ভাতাদি বৃদ্ধির জন্য প্রধান অতিথির মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট জোর দাবি জানান।
সমাবেশ শেষে অনুষ্ঠানের অতিথিরা উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারদের হাতে কৃতিত্বপূর্ণ ও কষ্টসাধ্য কাজের স্বীকৃতি স্বরূপ বাইসাইকেল ৭টি, ছাতা ১১টি, হটপট ২৫টি,সুপ সেট ৫টি,মিনি সুপ সেট ২টি সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,কর্মকর্তা সাইফুল,তোফায়েল আহমেদ,সাবিনা ইয়াসমিন,জাহানারা বেগম,আবদুল বাতেনসহ ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.