কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আশ্রয়ন - ২ প্রকল্প সংক্রান্ত বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোরশেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল হুসাইন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুহিনুর রহমান, প্রাণিসম্পদ কর্মকতা ডা. রাশিদুজ্জামান মিয়া,সমবায় অফিসার সিরাজুল ইসলাম,পল্লী উন্নয়ন অফিসার দিলারা মনি, ইউপি চেয়ারম্যান আইবুর রহমান সিকদার,সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি এমপি বলেন,বাংলাদেশে একজন মানুষও যেন গৃহহীন না থাকে, সে লক্ষ্যে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন,এই ঘর সরকারের,এইটা আপনার বাড়ী,এটাকে আপনার যত্ন নিতে হবে,দেখে রাখতে হবে। নিজের বাচ্চাদের যেমন যত্ন নিতে হয়। এইটাও ঠিক তেমনি।
যারা গৃহহীন জমি নেই, যাদের কোনো কিছু নেই তাদের জন্য বঙ্গবন্ধুর প্রচেষ্টা ছিলো।সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে এই চিন্তা করেন,দেশে একটি মানুষও গৃহহীন থাকবেনা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও স্থানীয় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.