1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা বান্দরবানের “লামায় মহান ১২ ই রবিউল আউয়াল যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়

শ্রীপুরে ডাকাতি হওয়া মালসহ আটক ৫–দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ বার পঠিত
মোজাম্মেল সরকার,বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকার রাফিয়া এ্যাপারেলস লিমিটেড নামে ফ্যাক্টরীতে দস্যুতা সংগঠনের আসামী গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা করিয়া  (২৫শে ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩ ঘটিকার ১নং আসামী সাদ্দাম হোসেন কে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিয়াখোলা মুড়ির মিল সংলগ্ন এলাকা হইতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদ করিয়া সূত্রে বর্ণিত মামলার ঘটনায় লুষ্ঠন কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১২-২৩১১  বলিয়া জানায়। ১নং আসামী সাদ্দাম হোসেন কে জিজ্ঞাসাবাদ করিয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রীপুর থানায় কর্মরত এসআই মোহাম্মদ রৌশন আলী একই তারিখ ভোর অনুমানিক ০৬:১৫ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া বাসষ্ট্যান্ড এলাকা হইতে উল্লেখিত ২নং আসামী মোঃ ইয়াছিন (৩২) কে গ্রেফতার  করিতে সক্ষম হন।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করিয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সূত্রে বর্নিত মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আসামীদ্বয়কে সাথে নিয়া অভিযান পরিচালনা করিয়া (২৫শে ফেব্রুয়ারী) তারিখ চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানা পুলিশের সহায়তায় সীতাকুন্ড থানাধীন চৌধূরীঘাটা শীতলপুর সাকিনস্থ মোঃ রাশেদ মোবারক (৪৫), পিতা-আব্দুর রউফ, সাং-সাদকপুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা এর মালিকানাধীন এম,এস রিয়া ট্রেডার্স নামক প্রতিষ্ঠান (ডিপো) এর দখলীয় গোডাউন হইতে( ২৫শে ফেব্রুয়ারী) বিকাল অনুমানিক ৩:১৫ ঘটিকার মামলার বাদীর ফ্যাক্টরী থেকে লুন্ঠিত মালামালের মধ্য হইতে।
১। মোটা তামার তার ০৪ (চার) কয়েল, ওজন অনুমান ৬৯ কেজি, মূল্য অনুমান ৯৬,০০০/-টাকা, ২। তামার তার চিকন ১৪৭ (একশত সাতচল্লিশ) কেজি, মূল্য অনুমান ১,৪৭,০০০/-টাকা, ৩। ইলেক্ট্রিক তার মোট ২৬ (ছাব্বিশ) কয়েল, ওজন ২৩৮ কেজি, মূল্য অনুমান ২,৩৮,৮০০/-টাকা, ৪। ইলেক্ট্রিক তার ৬৭ বান্ডিল, ওজন ৬০৩ (ছয়শত তিন) কেজি, মূল্য অনুমান ৪,৮২,৪০০/-(চার লক্ষ বিরাশি হাজার চারশত) টাকা, ৫। ১২ (বার) ভোল্টের (আইপিএস এর) ব্যাটারী -০২ (দুই) টি, মূল্য অনুমান ৪০,০০০/-টাকা, ৬। ১২ (বার) ভোল্টের (জেনারেটর এর) ব্যাটারী -০১ (এক) টি, মূল্য অনুমান ২০,০০০/-টাকা, ৭। লোহার পাইপ-৩২ টি, মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ৮। একটি মালামাল ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রার খাতা। সর্বমোট ১০,৩৮,৪০০/-(দশ লক্ষ আটত্রিশ হাজার চারশত) টাকার মালামাল চোরাই উদ্ধার আলামত হিসেবে বিধি মোতাবেক জব্দ  করেন।

 শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে  শ্রীপুর থানায় কর্মরত এসআই মোহাম্মদ রৌশন আলী তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের সাহায্যে আসামীর অবস্থান শনাক্ত করেন আসামীদের কৌশলে  গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park