সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজার সংলগ্ন খাদেমুল কোরআন হিফয মাদ্রাসা এর হাফেজ ছাএদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার আসর বাদ খাদেমুল কোরআন হিফয মাদ্রাসা এর মাঠে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
হাফেজ হাফেজ ক্বারী মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতা পরিচালক খাদেমুল কোরআন হিফয মাদ্রাসা এর সঞ্চালনায় এবং আলহাজ্ব মোঃনাজমুল হুদার সভাপত্বিতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন সরকার, চেয়ারম্যান তেলিহাটী ইউনিয়ন পরিষদ।এবং উক্ত ওয়াজ মাহফিল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃতারেক হাসান বাচ্চু।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন মুফতি রিজওয়ান রফিকী সাহেব, মুহ্তামিম,মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন,মুফতি আল আমিন রাহমানী,খতিব,মাসজিদুল আক্কসা,শহিদ বরকত স্মরণী,চান্দনা চৌরাস্তা, গাজীপুর। উদীয়মান তরুণ বক্তা, মুফতি সাঈদ বিন হাবীব, ঢাকা।হাফেজ মাওলানা মুফতি ক্বারী আবু হানিফ আনসারী,ধর্মীয় আলোচক, বাংলাদেশ বেতার ঢাকা।
উক্ত ওয়াজ মাহফিলে সহ-সভাপতত্বি করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা নিজাম উদ্দিন সাহেব, খতিব শেখ বাড়ী বায়তুল নূর জামে মসজিদ, আবদার।এবং মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ আমিনুল ইসলাম, খাদেমুল কুরআন হিফয মাদ্রাসা।
Leave a Reply